কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া আছে! মামলার জেরে আদালতে স্বীকার করল প্রস্তুতকারী সংস্থা

তীরে এসে ডুবল কোভিশিল্ড প্রস্তুতকারী সংস্থা ‘অ্যাস্ট্রোজেনেকা’র। আদালতে স্বীকার করে নিতে বাধ্য হল যে, তাদের তৈরি প্রতিষেধকে কঠিন রোগের ঝুঁকি আছে। গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া এক নথিতে ওই সংস্থা জানিয়েছিল, তাদের তৈরি করা প্রতিষেধকের কারণে বিরল রোগ ‘থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম’ (টিটিএস)-এ আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে। সূত্রের খবর, এই কারণে প্রস্তুতকারী সংস্থাকে গুনতে হতে পারে বিপুল অঙ্কের জরিমানাও।

বছর তিনেক আগে জেমি স্কট নামে এক ব্যক্তি এই সংস্থার ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন। তিনি অভিযোগ করেন যে ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়। এর ফলে তাঁর মস্তিষ্কে স্থায়ী ক্ষত তৈরি হয়। স্বাভাবিক কার্যক্ষমতাও কমে গেছে জেমি স্কটের। এরপরই পরিবারের তরফে ‘অ্যাস্ট্রোজেনেকা’র বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়। তবে কোনোভাবেই আদালতে তাদের নির্দোষ প্রমান করতে পারেনি সংস্থা। আদালতে স্বীকার করে নিতে বাধ্য হল যে, তাদের তৈরি প্রতিষেধকে কঠিন রোগের ঝুঁকি আছে।

আরও পড়ুন- রেভান্নার যৌন হেনস্থা ভিডিও: নির্বাচন চলাকালীন অভিযোগে সমস্যায় জেডি(এস)

 

Previous articleজয়ে ফিরল কলকাতা, দিল্লিকে হারাল ৭ উইকেটে
Next articleহার নিশ্চিত বুঝে মনিকতলা-মামলা প্রত্যাহারের আবেদন কল্যাণের, খুলল ভোটের রাস্তা