করোনাভাইরাস আতঙ্কে ভুগছে গোটা পৃথিবী। আতঙ্ক তৈরি হয়েছে ভারতেও। ইতিমধ্যেই ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন সারা দেশে। এই অবস্থায় সামুদ্রিক মাছ সহ মুরগির মাংস খাওয়ার প্রায় বন্ধ করেছেন অনেকে। ফলে মাথায় হাত বিক্রেতাদের। তাই এবার বিক্রি বাড়াতে ১ কেজি মুরগির মাংসের সঙ্গে ২৫০ গ্রাম পেঁয়াজ বিনামূল্যে দিচ্ছেন বিক্রেতা। বৃহস্পতিবার সকালে সুকচর বাজারে গিয়ে দেখা যায় এই ছবি। মাংস বিক্রেতা দীপ ধর বিক্রি বাড়াতে ১ কেজি মাংসের সঙ্গে ২৫০ গ্রাম পেঁয়াজ বিনামূল্য দিচ্ছেন। তিনি বলেন, ‘‘করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের জন্য বিক্রি হচ্ছে না মাংস। ক্রেতা আসছে না। মুরগির মাংস বিক্রি করেই সংসার চলে। তাই এবার পেঁয়াজ ফ্রিতে দিচ্ছি।’’ যদিও তাতেও তেমন লাভ হচ্ছে না বলেই জানান ওই বিক্রেতা।

এদিকে বিনামূল্যে পেঁয়াজ পাওয়া গেলেও, দেখা নেই ক্রেতার। বিনামূল্যে পেঁয়াজের জন্য দোকান চত্বরে দু একজন ক্রেতাকে মাংস কিনতে দেখা যায়। আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না বেশিরভাগ মানুষই। প্রতিদিন ওই দোকান থেকে প্রায় ১০০ কেজি মাংস বিক্রি হয়। সেখানে বিক্রি প্রায় বন্ধের মুখে চরম দুরবস্থা মুরগির মাংস ব্যবসায়ীদের। এক ক্রেতা অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আতঙ্ক ছড়ানো হচ্ছে। যা সম্পূর্ণ বিভ্রান্তিকর। বিশেষজ্ঞরা বলেছেন আতঙ্ক তৈরি করবেন না। মুরগির মাংস খেয়ে দেখাতে চাই আতঙ্কের কারণ নেই।’’

আরও পড়ুন-বিড়ির আগুনে জ্বলেছে জলদাপাড়া!
