করোনার আশঙ্কা এবার কলকাতাতেও, আইডি হাসপাতালে ভর্তি ৩

কলকাতার আকাশে ছড়াল করোনাভাইরাসের আশঙ্কার মেঘ। শুক্রবার সকালে কোভিড-১৯ সংক্রমণ সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় এক মহিলা-সহ ৩জনকে। তাঁদের আইসোলেশন ওয়ার্ডে রেখে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর। ৩জনের রক্তের নমুনা পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট পাওয়ার পরেই জানা যাবে তাঁরা করোনাভাইরাস আক্রান্ত কি না।
কসবার এক মহিলা সম্প্রতি সিঙ্গাপুর থেকে ফিরেছেন। তাঁর শরীরে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। এর পাশাপাশি, থাইল্যান্ড থেকে ফেরা বেলেঘাটার এক যুবক এবং কুয়েত ফেরত টালিগঞ্জের আরও এক যুবকের দেহেও করোনা সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।
এই তিনজনের পাশাপাশি বেলেঘাটা আইডিতে উহান ফেরত কয়েকজনকে সংক্রমণ সন্দেহে ভর্তি করা হয়েছিল। সব মিলিয়ে এই মুহূর্তে বেলেঘাটার হাসপাতালে সন্দেহের তালিকায় রয়েছেন আট জন।

Previous articleবসন্ত উৎসবের নামে অসভ্যতামি, অবশেষে পুলিশের দ্বারস্থ রবীন্দ্রভারতীর উপাচার্য
Next articleমোদিকে তিন পরামর্শ মনমোহনের