টানা প্রায় চার বছর স্বপ্নের ফর্মে থাকার পর এবার জীবনের কঠিন সময়ের মুখোমুখি বিরাট কোহলি। নিউজিল্যান্ডে টেস্ট আর একদিনের ম্যাচে পর্যুদস্ত হওয়ার পর ঘরে বাইরে সমালোচনা। নিউজিল্যান্ডে শেষ সাংবাদিক সম্মেলনে তো রেগে আগুন হন প্রকাশ্যে। কিন্তু দেশে ফিরে জীবনের আসল সত্যটা বুঝতে পেরেছেন। তাই ট্যুইটারে লিখলেন… কোনও কিছুই স্থায়ী নয়, শুধু পরিবর্তন স্থায়ী। আর সেখান থেকেই প্রস্তুতি শুরু দক্ষিণ আফ্রিকার জন্য।
