দোলের পরই পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন

পুরভোটের ঢাকে কার্যত কাঠি পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত যা খবর, তাতে এপ্রিলের মাঝামাঝি কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন কর্পোরেশন এবং পুরসভাগুলিতে নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি।

এদিকে, পুরভোট নিয়ে তৎপরতা তুঙ্গে রাজ্য নির্বাচন কমিশনেরও। প্রশাসনিক বৈঠকের পর এবার রাজনৈতিক দলগুলির সঙ্গে সর্বদলীয় বৈঠকে বসতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। সম্ভবত দোল-এর পর সর্বদলীয় বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। মার্চের দ্বিতীয় সপ্তাহেই এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে কমিশন সূত্রে খবর।

জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত থাকবেন ১০টি রাজনীতিক দলের প্রতিনিধি। প্রত্যেকটি দলের দু’জন প্রতিনিধির সঙ্গে পৃথক ভাবে বৈঠক অনুষ্ঠিত হবে। পুরভোট নিয়ে রাজনৈতিক দলগুলির মতামত-তাদের অভিযোগ, সেইসমস্ত দিক নিয়ে আলোচনা হবে সর্বদলীয় বৈঠকে।

Previous articleঅমিতের সঙ্গে বৈঠক সেরে বিস্ফোরক রাজ্যপাল
Next articleবিরাটের ‘পরিবর্তন’ উপলব্ধ