Tuesday, May 13, 2025

কালিমালিপ্ত বাংলা! রবীন্দ্রভারতী কাণ্ডে উপাচার্যকে কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর

Date:

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের নামে বাঙালির গর্বের রবীন্দ্রনাথকে নিয়ে যারা অশ্লীলতা করেছে, তারা বাংলার কৃষ্টি-সংস্কৃতিকে কালিমালিপ্ত করেছে। শুক্রবার এভাবেই রবীন্দ্রভারতী কাণ্ডে নিজের প্রতিক্রিয়া জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তাঁর কথায়, “কী বলবো। আর কিছু বলার নেই। আমি উপাচার্যর সঙ্গে কথা বলেছি। খুব লজ্জাজনক। কিছু বলার নেই। বাংলাকে কালিমালিপ্ত করছে যারা, তারা আমাদের মাথা নত করে দিয়েছে। আমি কর্তৃপক্ষকে বলছি, এমন কোনও উৎসব করা যাবে না, যেখানে বাইরের কেউ এসে অশ্লীল উৎসব করবে। সাইবার ক্রাইম-এ এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এরপরই শিক্ষামন্ত্রী বলেন, “প্রেসিডেন্সিতে যে আন্দোলন হচ্ছে, সেটা সমর্থন যোগ্য নয় । ছাত্রছাত্রীদের অভিযোগ থাকলে জানাক। কিন্তু রাস্তা অবরোধ করে সাধারণ পথ চলতি মানুষকে বিপাকে ফেলে দিয়ে আন্দোলন মানা যায় না। দাবি থাকলে কর্তৃপক্ষকে বলুক, না মানলে আমাকে জানাক। কিন্তু এটা মানা যায় না। দরকার পড়লে আমার কাছে এসে জানাক। এরা কারা আমি জানিনা, যাইহোক, দাবিগুলো কী সে গুলো জানাক।”

শিক্ষামন্ত্রীর আরও দাবি, “ওরা আগে হোস্টেল নিয়ে বলে ছিলো, সেটা করে দেওয়া হয়েছে। এখন আবার কী চাইছে সেটা আগে জানাক। ক্যান্টিন নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধ আছে ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে বিপাকে ফেলবে সেটা মানা যায় না।”

রাজ্যপাল প্রসঙ্গ উঠলে পার্থবাবু কটাক্ষের সুরে বলেন, “রাজ্যপাল নিয়ে আমি কিছু বলব না। উনি আসলে প্রচারপাল । প্রতিদিন ওনাকে নিয়ে বলতে পারব না। উনি যা যা বলছেন তা পুরোনো।”

Related articles

তিন সপ্তাহেও অধরা পহেলগামের হামলাকারীরা, পোস্টার দিয়ে খোঁজ গোয়েন্দাদের!

পহেলগাম হামলার পরে প্রায় তিন সপ্তাহ পার। তার মধ্যে পাকিস্তানে জঙ্গি ঘাঁটি ভাঙতে ভারতীয় সেনার পক্ষ থেকে চালানো...

ইংল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি করার ইচ্ছাপ্রকাশ করেও বিরাটের অবসর, বিতর্ক তুঙ্গে

টেস্ট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি(Virat Kohli)। কিন্তু এমন ঘটনাটা ঘটালেন বিরাট কোহলি। হতবাক দিল্লি রঞ্জি দলের কোচ...

অতীতের স্মৃতি উস্কে মে মাসেই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! আশঙ্কার নাম ‘শক্তি ‘

আয়লা, আমফানের স্মৃতি উস্কে দিয়ে সেই মে মাসেই বঙ্গোপসাগরে 'শক্তি' (Cyclone Shakti) বাড়াচ্ছে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত। চলতি মাসের শেষ...

নেপালদেব ভট্টাচার্য: জনপ্রিয়তা থেকে বিতর্ক- সব নিয়েই সমাপ্ত এক অধ্যায়ের

জনপ্রিয়তা-বিতর্ক সব নিয়ে সমাপ্ত হল CPIM-এর দাপুটে শ্রমিক নেতা নেপালদেব ভট্টাচার্যের (Nepaldev Bhattacharya) জীবন। দল থেকে বহিষ্কৃত হয়েও...
Exit mobile version