বিশ্বের সর্বকালের সেরা শাসক রঞ্জিত সিং!

বিশ্বের সর্বকালের সেরা নেতা কে? ‘বিবিসি ওয়ার্ল্ড হিস্ট্রি ম্যাগাজিন’ তার একটা ভোটাভুটির মাধ্যমে সমীক্ষা করতে চেয়েছিল। আর তাতে গর্বে বুক ফুলে ওঠা উচিত এই ভারতের। কেন? পৃথিবী সেরা শাসকের মর্যাদা পেলেন ঊনিশ শতকের পাঞ্জাব শাসক রঞ্জিত সিং। প্রথম কুড়ির তাকিকায় আর একজন রয়েছেন, তিনি আকবর।

প্রায় ৫হাজার মানুষ তাঁদের মতামত জানান। ৩৮% মানুষ শিখ শাসককে পৃথিবী সেরার শিরোপা দিয়েছেন। কেন? তাঁদের যুক্তি, পাঞ্জাব কেশরী মানুষে মানুষে কোনও ভেদাভেদ করতেন না। সকলকে পিতৃস্নেহে দেখতেন। আজকের এই সময়ে যাঁকে বড় প্রয়োজন ছিল। যাঁর কাছ থেকে কোহিনূর হীরে ছিনিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা। পাঞ্জাব কেশরীর পরেই ২৫% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আফ্রিকার শাসক আমিলকর কাবরাল। ৭% ভোট পেয়ে তৃতীয় স্থানে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল, চতুর্থ আব্রাহাম লিঙ্কন, পঞ্চম রানি এলিজাবেথ।

Previous articleরবীন্দ্রভারতীর ঘটনায় বিস্ফোরক তসলিমা
Next articleকরোনাভাইরাস প্রাণ কাড়ল ইরানের প্রাক্তন রাষ্ট্রদূতের