রবীন্দ্রভারতীর ঘটনায় বিস্ফোরক তসলিমা

একদিনে নয়। অনেকদিন ধরে ধরে একটু একটু করে তৈরি হয়েছে রবীন্দ্রভারতী কাণ্ডের মতো ঘটনা। এমনটাই বক্তব্য লেখিকা তসলিমা নাসরিনের।

বৃহস্পতিবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অশ্লীল ভাষার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় গ্রেফতার হয়েছে ৫ অভিযুক্ত। এই প্রসঙ্গে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তসলিমা লেখেন, ‘‘১০০ বছর আগে যেমন ভাবে মানুষ চলতো, যেমন ভাবে বলতো, তেমন ভাবে আজও চলুক বলুক  চায়। কিন্তু সমাজ তো বদলে যাচ্ছে, আগের মতো কেন সবকিছু থাকবে। বদল কিন্তু সবসময় ভালোর দিকে যায় না, খারাপের দিকেও যায়। বদলটা মনের মতো না হলে  কান্নাকাটি করার তো দরকার নেই। বুঝতে হবে  এই সমাজ এই মানসিকতা  হঠাৎ আকাশ থেকে পড়েনি। একেই আমরা সকলে মিলে একটু একটু করে তৈরি করেছি।’’

তিনি আরও লেখেন, ‘‘ইউটিউবে গাঁজা খেয়ে বেসুরো  গান গায় গালিবাজ রোদ্দুর রায়। সোশ্যাল মিডিয়ায় তারও ভক্ত তৈরি হয়। একটি চাঁদ উঠেছিল গগনের ভিডিওতে তো প্রায় ষাট লাখ লাইক পড়েছে। এর নাম বাস্তবতা। রবীন্দ্রনাথের যুগে ছোটরা বড়দের চোখে তাকিয়ে কথা বলতো না, এখন ছোটরা বাপকেও বলে দেয়, হোয়াট… আর ইউ টকিং ম্যান! কে বলেছে রবীন্দ্রনাথকে নিয়ে হাস্যরস করা যাবে না? ভগবানকে নিয়ে   যায়, রবীন্দ্রনাথকে নিয়ে  যাবে না কেন?’’

আরও পড়ুন-দিল্লি হিংসা নিয়ে সোচ্চার রূপম ইসলাম, গান বেঁধে জানালেন প্রতিবাদ

 

Previous articleরবীন্দ্রসঙ্গীতে অশ্লীল শব্দের হুজুগ থামাতেই হবে। কুণাল ঘোষের কলম
Next articleবিশ্বের সর্বকালের সেরা শাসক রঞ্জিত সিং!