মাত্র ১১ দিনের জন্য রামলালার দর্শন পাবেন ভক্তরা

চৈত্র নবরাত্রি উপলক্ষ্যেই বিরাজমান হতে চলেছেন রামলালা। আগামী ২৪ মার্চ ফাইবারের মন্দিরে সামনে আনা হবে রামলালাকে।২৫ মার্চ থেকে ৩ এপ্রিল ভক্তরা দর্শন করতে পারবেন। এ কথা জানিয়েছেন শ্রী রাম জন্মভূমি তীর্থকেন্দ্রের সাধারণ সম্পাদক চম্পত রায়।ফাইবারের মন্দির তৈরি করা হচ্ছে দিল্লিতে। সেখান থেকেই মন্দির নিয়ে এসে মূল মন্দির চত্ত্বরে রাখা হবে জানানো হয়েছে। অযোধ্যার জেলা শাসকের সঙ্গে শনিবার গোটা এলাকার নিরাপত্তা খতিয়ে দেখেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন আগামী দোলের পরদিনই প্রস্তুতি শুরু করা হবে। এর জন্য অর্থ সংগ্রহ করা শুরু হয়ে গিয়েছে ।শনিবারই অযোধ্যা সফরে গিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মন্দির নির্মাণের জন্য মহারাষ্ট্র সরকার এক কোটি টাকা দেবে বলে তিনি ঘোষণা করেন।

Previous articleমেয়রের সরকারি ঘরে রাজনৈতিক কর্মসূচি! বিতর্ক তুঙ্গে
Next articleবিশ্ব নারী দিবসে মহিলাদের জন্য বিনামূল্যে সৌধ-দর্শন, সিদ্ধান্ত কেন্দ্রের