বিশ্ব নারী দিবসে মহিলাদের জন্য বিনামূল্যে সৌধ-দর্শন, সিদ্ধান্ত কেন্দ্রের

আন্তর্জাতিক নারী দিবসে উপলক্ষ্যে তাঁর অ্যাকাউন্ট একদিনের জন্য মহিলাদের হাতে তুলে দেবেন, সেটা আগেই ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার দেশের সৌধগুলিতে রবিবার মহিলাদের বিনামূল্যে প্রবেশ করতে পারবেন বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের সংস্কৃতিমন্ত্রক।

ভারতের সংস্কৃতি মন্ত্রক একতি বিবৃতিতে জানিয়েছে, মার্চ মাসের ৮ তারিখ প্রথমবারের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন সৌধগুলিতে ঢুকতে মহিলাদের কোনও প্রবেশমূল্য লাগবে না। সংস্কৃতি মন্ত্রকের মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল জানান, এটা অত্যন্ত ভালো উদ্যোগ। এর আগে, কেন্দ্রের আওতাভুক্ত মনুমেন্টগুলির ভিতরে বেবি-ফিডিং রুম তৈরির কথাও ঘোষণা করেন মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল।

Previous articleমাত্র ১১ দিনের জন্য রামলালার দর্শন পাবেন ভক্তরা
Next articleচাপে প্রশান্ত কিশোর, প্রতারণা মামলায় জামিনের আর্জি খারিজ