Saturday, May 17, 2025

আইনি চাপে ভোট-কুশলী প্রশান্ত কিশোর৷

প্রতারণা এবং পরিকল্পিত জালিয়াতির অভিযোগে রুজু হওয়া মামলায় প্রশান্ত কিশোরের জামিনের আবেদন শনিবার খারিজ করে দিল পাটনার এক আদালত ।

JDU -থেকে বহিষ্কৃত নেতা প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার এক কর্মী, ওসামার বিরুদ্ধে ‘কনটেন্ট’ চুরি ও জালিয়াতির অভিযোগ এনে মামলা করেছিলেন শাশ্বত গৌতম নামে এক ব্যক্তি। গৌতমের অভিযোগ, “বাত বিহার কি” প্রচারের জন্য ব্যবহৃত কিছু কন্টেন্ট আসলে তাঁর নিজের। প্রশান্ত কিশোর সেই কনটেন্ট চুরি করে নিজের নামে চালিয়েছে৷ ঠাণ্ডা মাথায় পরিকল্পিতভাবে এই জালিয়াতি করা হয়েছে৷

প্রশান্ত কিশোরর বিরুদ্ধে এই অভিযোগ এনে বিহারের পাটুলিপুত্র থানায় FIR দায়ের করেন শাশ্বত গৌতম । প্রশান্তর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৪২০ অর্থাৎ প্রতারণা, অসাধু উদ্দেশ্যে অপরের সম্পত্তির হস্তান্তর, ধারা ৪০৬ অর্থাৎ অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ ওই FIR- এ গৌতম দাবি করেছেন, তিনি একই ধরনের একটি পরিকল্পনা নিয়ে কাজ করছেন, কয়েক দিনের মধ্যেই যেটির আত্মপ্রকাশ ঘটবে। প্রশান্ত কিশোর ছাড়াও ওসামা নামের এক ব্যক্তির বিরুদ্ধেও FIR করেছেন গৌতম। তিনি অভিযোগ করেছেন, ওসামা চাকরি থেকে পদত্যাগ করার আগে তাঁর সঙ্গে ‘বিহার কি বাত’ নিয়ে কাজ করছিলেন। এই ওসামা পাটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি প্রশান্ত কিশোরের প্রকল্প থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। প্রকল্পের সঙ্গে সম্পর্কিত সমস্ত সামগ্রী ওসামা তুলে দিয়েছেন প্রশান্ত কিশোরের হাতে বলে অভিযোগ।

প্রশান্ত কিশোর এই মামলাতেই জামিন চেয়ে পাটনা সিটি কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শনিবার ওই আবেদনের শুনানির শেষে আদালত তা সরাসরি খারিজ করে দেয়৷

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version