Saturday, May 17, 2025

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা সভাপতি (district president) নির্ভর জেলার সংগঠনের পথ থেকে সরে আসার ইঙ্গিত আগেই মিলেছিল। নতুন কমিটির তালিকা থেকে আরও স্পষ্ট হয়ে গেল সেই পথে  চলার রাজ্যের শাসক দলের নীতি। একটি নয়, দুটি জেলায় এবার থেকে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কোর কমিটির (core committee) হাতে।

বীরভূম জেলায় আগেই কোর কমিটির মাধ্যমে দীর্ঘদিন জেলার কার্য পরিচালনা করেছে তৃণমূল। তাতে অনেক ক্ষেত্রেই সুফল মিলেছে। জেলায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সেই প্রতিফলনই মিলল। বীরভূমের (Birbhum) ক্ষেত্রে জেলা সভাপতি (district president) পদের বদলে রয়েছে কোর কমিটি (core committee)। তাতে থাকছেন ৯ সদস্য। অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরি, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষসহ দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল রয়েছেন এই কোর কমিটিতে।

বীরভূমের (Birbhum) অনুসরণে এবার কলকাতা উত্তর (Kolkata North) সাংগঠনিক জেলাতেও তৈরি হল কোর কমিটি। সেখানে কোর কমিটিও (core committee) নয়জনের। রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্তা।

প্রায় সব সাংগঠনিক জেলার সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা হলেও সাংগঠনিক কারণে বাদ রাখা হল দুই জেলাকে। দার্জিলিং সমতলের (Darjeeling plains) জেলা সম্পাদক ঘোষণা হলেও ঘোষণা স্থগিত জেলা সভাপতির নাম। অন্যদিকে উত্তর চব্বিশ পরগণার বারাসাত সাংগঠনিক জেলার জেলা সম্পাদক ও জেলা সভাপতি উভয় পদের নাম ঘোষণাই স্থগিত রাখা হয়েছে।

Related articles

এবার নাম বদলের রাজনীতি বিহারে! গয়া হল ‘গয়াজি’

বিজেপি জমানায় নাম বদলের রাজনীতি নতুন নয়। আর তার শীর্ষে অবশ্যই যোগি আদিত্যনাথের রাজ্য উত্তর প্রদেশ। তবে এবার...

আইএমএ বাংলার নির্বাচন বাতিল ঘোষিত! দুমাসে কমিটি গঠনের নির্দেশ

চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (IMA) রাজ্যের ২০২৫-২৭ নির্বাচন প্রক্রিয়াকেই বাতিল করে দেওয়া হল কেন্দ্রীয় শাখার তরফে। নির্বাচন...

নির্দেশ দেখে পদক্ষেপ: ডিএ নির্দেশে প্রতিক্রিয়া চন্দ্রিমার

রাজ্য সরকারের কর্মীদের ২৫ শতাংশ ডিএ (DA) দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। এক ঘোষণায় সরকারি কোষাগার থেকে প্রায় ৯...

টুটু বোসের ইস্তফা প্রসঙ্গে দেবাশিসের পাল্টা মুখ খুললেন সৃঞ্জয়

মোহনবাগানে(Mohunbagan) নির্বাচনের ডঙ্কা বেজে গিয়েছে। সেইসঙ্গেই চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ। এই মুহূর্তে অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল...
Exit mobile version