Wednesday, August 20, 2025

জেলা সভাপতির বদলে কোর কমিটি ২ জেলার, দুই জেলায় সভাপতি ঘোষণা স্থগিত

Date:

দলীয় স্বার্থে সাংগঠনিক জেলার গঠন প্রণালী কেমন হবে, তা নিয়ে স্পষ্ট ধারণা তৃণমূলের সদ্য প্রকাশিত নেতৃত্বের তালিকায়। জেলা সভাপতি (district president) নির্ভর জেলার সংগঠনের পথ থেকে সরে আসার ইঙ্গিত আগেই মিলেছিল। নতুন কমিটির তালিকা থেকে আরও স্পষ্ট হয়ে গেল সেই পথে  চলার রাজ্যের শাসক দলের নীতি। একটি নয়, দুটি জেলায় এবার থেকে পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে কোর কমিটির (core committee) হাতে।

বীরভূম জেলায় আগেই কোর কমিটির মাধ্যমে দীর্ঘদিন জেলার কার্য পরিচালনা করেছে তৃণমূল। তাতে অনেক ক্ষেত্রেই সুফল মিলেছে। জেলায় সংগঠন আরও শক্তিশালী হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সেই প্রতিফলনই মিলল। বীরভূমের (Birbhum) ক্ষেত্রে জেলা সভাপতি (district president) পদের বদলে রয়েছে কোর কমিটি (core committee)। তাতে থাকছেন ৯ সদস্য। অভিজিৎ সিনহা, অনুব্রত মণ্ডল, আশিস বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায় চৌধুরি, চন্দ্রনাথ সিনহা, কাজল শেখ, সুদীপ্ত ঘোষসহ দুই সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল রয়েছেন এই কোর কমিটিতে।

বীরভূমের (Birbhum) অনুসরণে এবার কলকাতা উত্তর (Kolkata North) সাংগঠনিক জেলাতেও তৈরি হল কোর কমিটি। সেখানে কোর কমিটিও (core committee) নয়জনের। রয়েছেন অতীন ঘোষ, জীবন সাহা, নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, শশী পাঁজা, সুপ্তি পাণ্ডে, স্বপন সমাদ্দার, স্বর্ণকমল সাহা, বিবেক গুপ্তা।

প্রায় সব সাংগঠনিক জেলার সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা হলেও সাংগঠনিক কারণে বাদ রাখা হল দুই জেলাকে। দার্জিলিং সমতলের (Darjeeling plains) জেলা সম্পাদক ঘোষণা হলেও ঘোষণা স্থগিত জেলা সভাপতির নাম। অন্যদিকে উত্তর চব্বিশ পরগণার বারাসাত সাংগঠনিক জেলার জেলা সম্পাদক ও জেলা সভাপতি উভয় পদের নাম ঘোষণাই স্থগিত রাখা হয়েছে।

Related articles

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: চ্যালেঞ্জ ছুড়ে গর্জে উঠলেন অভিষেক

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...
Exit mobile version