শোভন চট্টোপাধ্যায়ের অনুপস্থিতিতে রত্না চট্টোপাধ্যায়কেই এগিয়ে দিল তৃণমূল কংগ্রেস। বেহালা পূর্বের দায়িত্ব পেলেন রত্না। রাজনৈতিক মহল এই পদক্ষেপকে এই এলাকার ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচির দায়িত্ব দিয়ে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় জানান, রত্না এই দায়িত্ব পালনে সফল হবেন বলে তাঁর বিশ্বাস। কিন্তু শোভন নেই কেন? পার্থ পাল্টা জানান, তিনি ঠিক করুন কোথায় থাকবেন? কারোর জন্য তো কিছু ফাঁকা থাকে না! আর রত্না জানালেন, ৭৫ দিনের সময়। চেষ্টা করব ৪০ দিনের মধ্যেই শেষ করতে। আর আমার মাথার উপর পার্থ চট্টোপাধ্যায় আছেন। ফলে আমি নিশ্চিত হয়ে কাজ করতে পারব।