করোনার জেরে হাতাহাতি!

করোনাভাইরাস প্রতিরোধে মোক্ষম অস্ত্র নাকি টয়লেট পেপার আর এন-৯৫ মাস্ক। ফলে অস্ট্রেলিয়ায় টয়লেট পেপারের আকাল। শপিং মলে সে নিয়ে পড়ে গেল কাড়াকাড়ি, শেষে মারামারি। কারণ, একজন বাকেট ভর্তি টয়লেট পেপার নিয়ে যাচ্ছিলেন। কিন্তু আর এক মহিলা নিতে গিয়ে দেখলেন সব শেষ। তিনি তখন ওই মহিলার বাকেট থেকে একটি তুলে নিলেন। আর সে নিয়ে ঝামেলা। মহিলার দাবি, টয়লেট পেপারের আকাল হওয়ায় প্রত্যেকের জন্য একটি করে বরাদ্দ। অথচ উনি এতগুলো পান কী করে? সে নিয়ে চুলোচুলি। শেষে হাতাহাতি।

দেখুন সেই দৃশ্য…