দোল-হোলির দু’দিনেই নজর ফুটবল মাঠে

কাল, সোমবার, দোল। শ্রীনগরে রিয়েল কাশ্মীরের মুখোমুখি হচ্ছে লাল হলুদ। আর কল্যাণীতে হোলির দিন, মঙ্গলবার আইজলের বিরুদ্ধে খেলবে সবুজ-মেরুণ। ইস্টবেঙ্গল জেতার পর বাগান কল্যানীতে জিতলেই ভারত সেরা সবুজ-মেরুণ। আর ঘরের মাঠে রিয়েল কাশ্মীর জিতে গেলে লিগ জয়ের জন্য ফের অপেক্ষা বাগানের। তার মাঝে ১৫ মার্চ ডার্বি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট সবুজ-মেরুণের। রিয়েল কাশ্মীরের ১৪ ম্যাচে ২২ পয়েন্ট। কল্যাণীতে মোহনবাগান আইজলকে হারালে ৩৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ান হবে। আর রিয়েল কাশ্মীরকে ইস্টবেঙ্গল হারানোর পরে বাকি পাঁচ ম্যাচ জিতলেও রিয়েল ৩৭ পয়েন্টের বেশি যেতে পারবে না। আর ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করলে ৩৮ পয়েন্ট। ফলে দোল আর হোলি, দুদিনই সকলের চোখ থাকবে ফুটবল মাঠে।