Thursday, November 6, 2025

ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, হলো না শেষরক্ষা। দুবাইয়ের শাসক শেখ মহম্মদ বিন রশিদ অল মাকতুমের কীর্তিকলাপ সামনে চলে এলো। গত বৃহস্পতিবার লন্ডন হাইকোর্ট প্রকাশ করে দিয়েছে তাঁর কীর্তি।

শেখের বিরুদ্ধে অভিযোগ গুরুতর। নিজের দুই মেয়েকে অপহরণ, তাঁদের দুবাইয়ে ফিরতে বাধ্য করা, স্ত্রীকে ভয় দেখানো। শেখের বিরুদ্ধে মামলা করেছিলেন তাঁর স্ত্রী প্রিন্সেস হায়া বিন্ত অল হুসেন। বিচারপতি রায় দিয়েছেন প্রিন্সেসের পক্ষে। আদালত জানিয়েছে, শেখের মেয়ে শেইখা শামসা ২০০০ সালে ব্রিটেনের সারে অঞ্চলে নিজের বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। শেখের এজেন্টরা কেম্ব্রিজশায়ার থেকে তাঁকে অপহরণ করে দুবাইয়ে ফিরিয়ে নিয়ে যায়। সেখানে তাঁকে বন্দি করে রাখা হয়। অন্যদিকে শেখের আরেক মেয়ের নাম শেইখা লতিফা। তিনি ২০০২ ও ২০১৮ সালে বাবার আশ্রয় থেকে পালাতে চেষ্টা করেন। প্রথমবার পালানোর চেষ্টার পরে বাবা তাঁকে তিন বছর বন্দি করে রাখেন। দ্বিতীয়বার পালানোর পর ভারতের উপকূলের কাছে সমুদ্র থেকে ধরা পড়েন। ফের তাঁকে দুবাইয়ে গৃহবন্দি করে রাখা হয়।

৪৫ বছরের প্রিন্সেস হায়া শেখের তৃতীয় পক্ষের স্ত্রী। শামসা ও লতিফা কিন্তু প্রিন্সেস হায়ার মেয়ে নন। ২০০৪ সালে শেখের সঙ্গে হায়ার বিয়ে হয়। ২০১৯ সালে তিনি হায়াও ব্রিটেনে পালিয়ে যান। সঙ্গে ছিল তাঁর দুই শিশুসন্তান। অভিযোগ, শেখের এজেন্টরা তাঁকে নিয়মিত হুমকি দিতে থাকে। আদালত জানিয়েছে, মিডিয়ার সঙ্গে শেখের সুসম্পর্ক ছিল। তিনি হায়ার নামে অনেক মিথ্যা কথা ছাপিয়েছিলেন।

আরও পড়ুন-আইসক্রিম চেটে খাওয়ায় জেলে যুবক! কেন?

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version