Sunday, November 16, 2025

হাটে ভাঙলো হাঁড়ি, পাশে বসা কাউন্সিলরের নামে ফোনে অভিযোগ শুনলেন মেয়র

Date:

এভাবে যে হাটে হাঁড়ি ভাঙবে স্বপ্নেও ভাবেননি ‘অভিযুক্ত’ কাউন্সিলর৷ ভাবেননি কলকাতার মহানাগরিকও৷ কপাল খারাপ কেঁচোর গর্ত থেকে বেরিয়ে এলো কেউটে৷

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চলছিলো শনিবার৷ তখনই কেলোর কীর্তি৷ মেয়রের কাছেই তাঁর দলের এক কাউন্সিলরের নামে অভিযোগ করলেন কলকাতার এক নাগরিক৷ ঘটনাচক্রে মেয়রের পাশের চেয়ার আলো করে তখন বসেছিলেন “অভিযুক্ত’ কাউন্সিলর সন্দীপন সাহা৷ এই অভিযোগ শুনতে একেবারেই প্রস্তুত ছিলেন না মহানাগরিক।

পুরসভা ভোটের আগে। ‘টক টু মেয়র’ অনুষ্ঠান চালু করেছেন ফিরহাদ হাকিম। সরাসরি নাগরিকদের অভিযোগ শোনেন, প্রতিকার করার চেষ্টা করেন৷ সেই কাজ করতে এদিনও বসেছিলেন৷ তখনই এলো সেই ফোন৷ ফোন করেছিলেন ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য। তিনি অভিযোগ করেন, ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা বাড়িতে লোকজন পাঠিয়ে ভয় দেখাচ্ছেন।

দলের কাউন্সিলরের বিরুদ্ধে হুমকির অভিযোগ পেয়ে নিশ্চিতভাবেই বেশ অস্বস্তিকর অবস্থায় পড়লেন ফিরহাদ হাকিম৷ তার ওপর সেই কাউন্সিলর তখন তাঁর পাশেই বসে৷ সামাল দিলেন ফিরহাদ৷ মেয়র সমস্ত অভিযোগ শুনে অভিযোগকারীকে পরামর্শ দেন, “আপনি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করুন। আইনি ব্যবস্থা নিন”। তারপর কাউন্সিলরকে ‘বাঁচাতে’ মেয়র বলেন, “বাড়ির মালিকের অভিযোগ ঠিক নয়। বহু বছর ধরে ওই বাড়িতে ভাড়া আছেন অনেকে। ভাড়াটিয়াদের হয়েই সওয়াল করেছিলেন কাউন্সিলর। তাদের আইনি ব্যবস্থা নিতে সাহায্য করেছিলেন”।

মেয়র সাফাই দিলেন বটে, তবে সেই সাফাই কেউ বিশ্বাস করেছেন কি’না সন্দেহ৷ প্রসঙ্গত, ‘অভিযুক্ত’ এই কাউন্সিলর সন্দীপন সাহার বাবা তৃণমূলেরই বিধায়ক স্বর্ণকমল সাহা৷ কাউন্সিলর সন্দীপন এখন ওয়ার্ডের কাউন্সিলর, সেই ৫২ নম্বর ওয়ার্ডটি এবার মহিলা সংরক্ষিত হয়েছে৷ ফলে সন্দীপন ওয়ার্ডহীন হয়ে পড়েন৷ সেই পরিস্থিতিতে তাঁর নাম ভাসিয়ে দেওয়া হয়েছে ৫৮ নম্বর ওয়ার্ডে৷ ঘটনাচক্রে এই ৫৮ নম্বর ওয়ার্ডটি এন্টালি বিধানসভা কেন্দ্রের অধীন! এবং এন্টালির বিধায়ক কাউন্সিলরের বাবা স্বর্ণকমল৷

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version