আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তৃণমূলের মহিলা কংগ্রেসের মিছিল কলকাতার রাস্তায়। ‘এনআরসি, সিএএ ও এনপিআর চাইনা’ ‘চাই ভাতের হাড়িতে ভাত’। এই ছিল তাঁদের স্লোগান। এই মিছিলে সামিল ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নারী ও শিশু কল্যাণ দফতরে মন্ত্রী শশী পাঁজা, সাংসদ দোলা সেন, স্মিতা বক্সি সহ আরও অনেকে।

মাথায় হাড়ি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁরা সরব হন। এদিন সেখানে আদিবাসী নাচ থেকে ধামসা মাদল সহ বিভিন্ন জনজাতির নাচের মাধ্যমে প্রতিবাদ হয়। প্রতিবাদের মিছিল শুরু হয় শ্রদ্ধানন্দ পার্ক থেকে শেষ হয় ধর্মতলায়।


কী বললেন চন্দ্রিমা…

আরও পড়ুন-করোনা আতঙ্কের জের, বিদেশি প্রবেশে রাশ টানল অরুনাচল প্রদেশ

