করোনার প্রভাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরেও। বেশ কিছুদিন ধরে বিদেশযাত্রা বন্ধ রেখেছেন তিনি। এবার তাঁর বাংলাদেশ সফরও বাতিল হল। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৭ মার্চ ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। ‘ বঙ্গবন্ধু’-র জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মোদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দুই রাষ্ট্র প্রধানের মধ্যে বৈঠক হওয়ার কথাও ছিল। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপে ‘মুজিব বর্ষ’ অনুষ্ঠান বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ। সেদেশে ইতিমধ্যে তিন জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণের মিলেছে। আক্রান্তদের মধ্যে এক জন সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন। কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে আরও তিন জনকে। এর জেরেই প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়।
