Friday, November 7, 2025

লোকাল ট্রেনে আক্রান্ত মহিলা সাংবাদিক! পার্ক সার্কাসে অবাধে ছোঁড়া হলো পাথর-মূত্র

Date:

অফিস সেরে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন এক মহিলা যাত্রী। নাম অদিতি দে। নিত্যযাত্রী। পেশায় সাংবাদিক। চড়েছিলেন শিয়ালদহ দক্ষিণ শাখায় ডাউন ডায়মন্ডহারবারগামী লোকাল ট্রেনে। কিন্তু পার্ক সার্কাস স্টেশন থেকে ট্রেন ছাড়তেই শুরু হয় দুষ্কৃতীদের তাণ্ডব। অসভ্যতামি। ট্রেন লক্ষ্য করে ইঁট, রেল লাইনের পাথর এমনকী মূত্রও প্লাস্টিকের প্যাকেটে নিয়ে ছুঁড়তে থাকে ওই দুষ্কৃতী দল। এটা এখন শিয়ালদহ দক্ষিণ শাখায় পার্ক সার্কাস এবং মল্লিকপুর স্টেশনের নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

এবার সেই ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভিকটিম অদিতি দে নামের কলকাতার এই মহিলা সাংবাদিক। কী বলছেন তিনি? সাংবাদিকদের বিভিন্ন গ্রুপে হোয়াটস আপ গ্রুপে অদিতি তাঁর তিক্ত অভিজ্ঞতা শেয়ার করে লিখছেন, “অফিস থেকে ফেরার পথে শিয়ালদহ থেকে ডায়মন্ডহারবারগামী লোকাল ট্রেনে সফর করছি। হঠাৎই পার্কসার্কাস থেকে ট্রেন ছাড়ার মুহূর্তেই হটাৎ একদল লোক চলন্ত ট্রেনের দিকে লক্ষ্য করে জানলা দিয়ে মূত্র ছোড়ে এবং ঢিল ছুঁড়ে দেয়। সেই ছোড়া মূত্রে আমি হাফ ভিজে গেছি এবং আর একটুর জন্যে ছোড়া ঢিল-এর হাত থেকে বেঁচে গেছি।

প্রত্যেক দিন এই ঘটনাটি চলছে, সন্ধের পর থেকেই ট্রেনকে লক্ষ্য করে এইভাবে ইট, পাথর, নোংরা ভর্তি প্লাস্টিক ছোড়া হয়।

এইভাবে যে প্রত্যেক দিন ঢিল, ইট, পাথর,নোংরা ভর্তি প্লাস্টিক, মূত্র ছোড়া হচ্ছে, অন্য কোনওদিন যদি এসিড ছোড়া হয় তার দায়িত্ব কে নেবে?

রেল পুলিশ-এর তরফ থেকে পারলে প্লিজ কোনও স্টেপ নিন। নিত্যদিন এইভাবে ইট,পাথর অথবা নোংরা ভর্তি প্লাস্টিক ছোড়া হয় এবং এর কোনও প্রতিকার হচ্ছে না।”

আমরা এখন বিশ্ববাংলা সংবাদের পক্ষ থেকে এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং রেল প্রশাসনকে এই ঘটনার তদন্তের আর্জি জানাচ্ছি।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version