Wednesday, November 19, 2025

নিজের শহরে ঝাঁ চকচকে বাংলো কিনে আবেগতাড়িত নেহা কক্কর!

Date:

ছবি দেখে বোঝাই যাচ্ছে, বাড়িতে নতুন রঙ করা। গাড়ি থেকে আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে যাবার উপক্রম । পাশের জমিতে হলদে ফুলের সমারোহ । রোদচশমায় বাংলো বাড়ির দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছেন বলিউডি গানের সুপারস্টার নেহা কক্কর।

ভাবছেন এ দৃশ্য তো স্বাভাবিক? এত বড় তারকা, তাঁর তো এসব থাকবেই। তবে নেহা কক্করের ক্ষেত্রে ব্যাপারটি একটু আলাদা । অনেক সংগ্রাম করে আজ এই জায়গায় পৌঁছেছেন তিনি। থাকতেন ভাড়া বাড়িতে, এবার নিজের জন্য বাংলো কিনলেন। উচ্ছ্বাস তো হবেই।
সম্প্রতি সেই বাংলোর সামনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন নেহা কক্কর। উত্তরাখণ্ডের ঋষিকেশ এলাকায় এই বাংলোটি কিনেছেন নেহা। যে শহরে জন্মেছেন, সেখানে এত দিন পরে এমন একটি বাংলো কিনতে পেরে আবেগতাড়িত গায়িকা।
সেই ভাড়া বাড়ি আর নতুন বাংলোর ছবি পাশাপাশি রেখে নেহা পোস্ট করেছেন ছবি। লিখেছেন আবেগতাড়িত নোট।
একের পর এক হিট গানের জন্য জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নেহা কক্কর। ‘লন্ডন ঠমকড়া’, ‘কর গ্যায়ি চুল’, ‘দিলবার’, ‘মানালি ট্র্যান্স’, ‘ধাতিং নাচ’, ‘কালা চশমা’, ‘আঁখ মারে’, ‘কোকাকোলা তু’সহ অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর ঝুলিতে।
একসময় এ শহরেই একটি ভাড়া বাড়িতে তাঁর পুরো পরিবার থাকত। বাঁ দিকের পুরোনো বাড়িটির একটি ঘরে তাঁরা থাকতেন, আর তার সঙ্গে ছোট্ট একটি রান্নাঘরে তাঁর মা রান্না করতেন, সামনে একটি টেবিল পাতা ছিল। এই বাড়ি থেকে চোখ সরিয়ে ডানদিকের চকচকে বাড়িটি এখন তাঁদের। এই শহরে যখন তিনি এই নতুন বাংলোটি দেখেন, তখন আবেগতাড়িত হয়ে পড়েন। এর জন্য নেহা তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন।

Related articles

ট্রাফিক ও পাওয়ার ব্লক: শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

রেললাইনের উপর ব্রিজের মেরামতির জন্য প্রায় চারঘণ্টা বন্ধ থাকবে শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর...

কেরলের পরে এবার বাংলা: কাজের চাপে আত্মঘাতী BLO!

অমানুষিক পরিশ্রম। যাবতীয় কাজের দায় তাঁদেরই ঘাড়ে। অবাস্তব সময় বেঁধে দিয়ে নির্বাচন কমিশন বিএলও-দের উপর দিয়েই যাবতীয় ভোটার...

কমিশনের অ্যাপেই পাতা ফাঁদ! AI অ্যাপে নেওয়াই হচ্ছে না সব তথ্য

নাগরিকত্বের নথি আছে বা নেই পরিবারের। বাবা-মা বা দাদু-ঠাকুমার নাম ভোটার তালিকায় ছিল বা নেই, কোন কিছুরই বোধ...

দিল্লি বিস্ফোরণ তদন্তে ইডি: গ্রেফতার আল ফালাহ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা

শুধুমাত্র আল ফালাহ বিশ্ববিদ্যালয়কে নাশকতার পিঠস্থান তৈরি করাই নয়, এর শিক্ষা প্রতিষ্ঠানগুলি আর্থিক বিনিয়মের মধ্যে চলছিল। এমনটাই দাবি...
Exit mobile version