নার্স পদে কয়েক হাজার কর্মী নিয়োগ। নিয়োগ করা হচ্ছে গ্রেড-২ পদে। মোট ৯৩৩৩ জনকে নিয়োগ করার এই বিজ্ঞপ্তি জারি করল ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড। আপাতত চুক্তিভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে পরে তা কর্মদক্ষতার নিরিখে প্রার্থীদের স্থায়ী কর্মী হিসাবে নিয়োগ করা হতে পারে। পুরুষ মহিলা উভয় এই আবেদন করতে পারে। আবেদনপত্র জমা নেওয়া হবে আগামী ২৩ মার্চের মধ্যে। এই শূন্যপদে নিযুক্ত ব্যক্তির মাসিক বেসিক পে ৩৪ হাজার ১৩৬ টাকা।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে, জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি/বিএসসি(নার্সিং)/পোস্ট বেসিক বিএসসি(নার্সিং) কোর্স করা থাকলে এই পদে আবেদন করতে পারেন। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকা জরুরি। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ বাংলা/নেপালি ভাষায় লিখতে এবং বলতে পারার দক্ষতা থাকা প্রয়োজন। এই পদে আবেদনকারীর বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২০ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩৯ বছর। এছাড়াও সরকারি নিয়মানুযায়ী তফসিলি জাতি অর্থাৎ SC এবং তফসিলি উপজাতি অর্থাৎ ST প্রার্থীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন। www.wbhrb.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আগামী ১৩ থেকে ২৩ মার্চ সন্ধে ৮টার মধ্যে আবেদন করতে হবে। এবং আবেদন ফি হিসেবে ব্যাংক থেকে ২১০ টাকা জমা দিতে হবে।
