Wednesday, August 27, 2025

উহান ফেরত কোয়ারানটিন ক্যাম্পে সরকারের কত খরচ, খাবারের মেনু কী, দেখে নিন

Date:

এক একজনের খাবার পিছু দৈনিক বরাদ্দ ৩০০ টাকা। সেইসঙ্গে, ৫৫০ টাকা দামের ৫০০ মিলিলিটারের উন্নত মানের হ্যান্ড-স্যানিটাইজার। আর প্রতি ছ-ঘণ্টা অন্তর দিনে চারটি করে এন-৯৫ ফেস-মাস্ক তো আছেই। এক একজনের ফেস-মাস্ক আর স্যানিটাইজারের দৈনিক খরচই প্রায় ১৪০০ টাকা। সবমিলিয়ে গত ২৭ ফেব্রুয়ারি চিনের উহান ফেরত ১১২ জন ভারতীয়কে কোয়ারানটিনে রাখতে কেন্দ্রীয় সরকারের দৈনিক খরচ হচ্ছে ৩ লক্ষ টাকা। পশ্চিম দিল্লির ছাওয়ালে ইন্দো-তিব্বতি বর্ডার পুলিশের ক্যাম্পে কোয়ারানটিনের বন্দোবস্ত। সবসময়ের জন্য ডাক্তার-নার্সও প্রস্তুত। করোনাভাইরাসের উৎসস্থল থেকে ফেরায় স্বভাবতই এই নাগরিকদের জন্য বাড়তি সতর্কতা নিয়েছে মোদি সরকার। এই কোয়ারানটিন পর্বে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী সব নিয়ম যাতে সকলে ঠিকঠাক মেনে চলেন তার জন্য নিয়মিত নজরদারি ও স্বাস্থ্যপরীক্ষাও অব্যাহত। ১২ জন চিকিৎসক সবসময় ডিউটি দিচ্ছেন।

উহান ফেরত ভারতীয়দের জন্য কোয়ারানটিন ক্যাম্পে খাবারের মেনু ছিমছাম ও স্বাস্থ্যসম্মত। এবং তা বিশুদ্ধ নিরামিষ। দেওয়া হচ্ছে ঘরোয়া, ব্যালান্সড ডায়েট। ব্রেকফাস্টে থাকছে মিসি রুটি অথবা আলু পরোটা আর দুধ। লাঞ্চে বাসমতী রাইস, ডাল, শাহী পনির ও ডেজার্ট। ডেজার্টের তালিকাটি যথেষ্ট আকর্ষণীয়। থাকছে গুলাবজামুন, গাজরের হালুয়া। ডিনারের ডেজার্টে ক্ষীর। স্ন্যাক-টাইমে শুধু চা আর বিস্কুট। সপ্তাহে একদিন ডিনারে পরিজ বা দালিয়া। ফলের মধ্যে থাকছে বেদানা, কলা, কমলালেবু, খেজুর, অামন্ড। রান্না হচ্ছে শুধুমাত্র সয়াবিন ও সরষের তেলে। খাদ্যতালিকায় নন-ভেজ বা আমিষের প্রবেশ নিষেধ।

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...
Exit mobile version