Sunday, August 24, 2025

মধ্যপ্রদেশে কমল নাথের নেতৃত্বে চলা কংগ্রেস সরকার খাদের কিনারায়৷ সরকারের পতন স্রেফ সময়ের অপেক্ষা৷ কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকেই সরকারের এই বিপর্যয়ের জন্য দায়ী করা হচ্ছে৷ যদিও হাল ছাড়ছে না কংগ্রেস হাই কম্যাণ্ড৷ একসময়ে গান্ধী পরিবার ঘনিষ্ঠ জ্যোতিরাদিত্যের সঙ্গে আপোষের চেষ্টা চালাচ্ছে কংগ্রেস৷ ওদিকে মধ্যপ্রদেশ নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন অমিত শাহ৷
সূত্রের খবর,মধ্যপ্রদেশের
৬ জন মন্ত্রী-সহ ১৭ জন কংগ্রেস বিধায়ককে বিজেপি শাসিত রাজ্য কর্নাটকের বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়েছে একটি চ্যাটার্ড বিমানে। ওদিকে দিল্লিতেই রয়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া৷ তাঁর সঙ্গে আলোচনার চেষ্টায় রয়েছে কংগ্রেস, যদিও রাজনৈতিক মহলের ধারনা, এই সমস্যার সমাধান সম্ভবত আর হবে না। কংগ্রেসের শীর্ষনেতাদের বক্তব্য, যে কায়দায় এবং যে দ্রুততায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দলের নেতাদের বেঙ্গালুরু নিয়ে গিয়েছেন, তাতে মনে হচ্ছে তিনি সরকার ভেঙেই থামবেন৷
জ্যোতিরাদিত্য এখন আর
ফিরে আসার জায়গায় নেই৷ গত কয়েক মাস ধরে মধ্যপ্রদেশ কংগ্রেসে তৈরি হয়েছে তিনটি গোষ্ঠী৷ এই তিন গোষ্ঠীর নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, কমল নাথ এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং।
মুখ্যমন্ত্রী কমল নাথের পক্ষে রয়েছে ১২০জন বিধায়ক৷ ম্যাজিক সংখ্যা ১১৬ জনের সমর্থন৷ মাত্র ৪টি আসন বেশি রয়েছে কমল নাথের পক্ষে। এর মধ্যে ১১৪ জন কংগ্রেস, ২জন বিএসপি, ১ জন সমাজবাদী পার্টি এবং ৪ জন নির্দল বিধায়ক রয়েছেন। বিজেপির রয়েছেন ১০৭ জন বিধায়ক, ২ আসন শূন্য। যদি ১৭ জন বেরিয়ে যান, তাহলে কর্নাটকের পর, এবার দ্বিতীয় রাজ্য হারাবে কংগ্রেস। বিদ্রোহী ওই কংগ্রেস বিধায়কদের নিরাপদ বিচরণভূমি এখন বিজেপিশাসিত বেঙ্গালুরু৷

গত ২বছর যাবৎ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার রাজনৈতিক জীবন ভাল যায়নি৷ ২০১৮ বিধানসভা নির্বাচনে ১৫ বছর পর মধ্যপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পায় কংগ্রেস৷ এই জয়ে মূল অবদানই ছিলো জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার৷ কিন্তু তাঁকে মুখ্যমন্ত্রী করা হয়নি। ওদিকে হাই কম্যাণ্ড কমল নাথকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি মধ্যপ্রদেশের কংগ্রেস সভাপতির পদেও রেখে দেয়৷ জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ক্ষোভ কমাতে লোকসভা নির্বাচনের আগে দল তাঁকে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেই উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত AICC সাধারণ সম্পাদক করে৷ গত নভেম্বরে নিজের ট্যুইটার অ্যাকাউন্টের বায়োতে নিজের রাজনৈতিক পরিচয় মুছে দেন জ্যোতিরাদিত্য৷ নিজেকে একজন সমাজসেবক এবং ক্রিকেট অনুরাগী হিসেবেই তুলে ধরেন।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version