করোনায় মৃত্যুসংখ্যা ৪০০০ পেরোল, ইতালিতে ৪৬৩

নতুন দশকে বিশ্বত্রাস হয়ে উঠেছে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯। চিনে উৎপত্তি হওয়া এই মারণ ভাইরাসে বিশ্বের প্রায় ১০০ টি দেশের মানুষ কমবেশি আক্রান্ত। গোটা পৃথিবীতে এই মুহূর্তে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ১০ হাজারে। চিনে আগের চেয়ে সার্বিক পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। উহান ছাড়া চিনের অন্য কোনও শহর থেকে নতুন করে আক্রান্তের খবর নেই। চিনে করোনার বলি এপর্যন্ত ৩১৪০। চিনের পরই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ইতালিতে। ইউরোপের এই দেশে করোনায় প্রাণহানির সংখ্যা সোমবার পর্যন্ত ৪৬৩। করোনায় মৃত্যুসংখ্যার নিরিখে তৃতীয় স্থান ইরানের। এদেশে করোনার বলি ২৩৭। ভারতে আক্রান্তের সংখ্যা ৪৬ হলেও কোনও মৃত্যুর খবর নেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একমাত্র মেরু অঞ্চল বাদে বিশ্বের সব জায়গাতেই করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকছে। এমনকি সাহারা মরু অঞ্চলেও এর অস্তিত্ব মিলেছে। পৃথিবীর যেসব দেশে করোনাভাইরাসে মানুষ মারা গিয়েছেন সেই দেশগুলি হল চিন, ইতালি, ইরান, দক্ষিণ কোরিয়া, হংকং, জাপান, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড, জার্মানি, ব্রিটেন, সুইৎজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ইজিপ্ট, কানাডা, আর্জেন্তিনা, ফিলিপিনস, সান মারিনো, থাইল্যান্ড।

Previous articleবাড়ির ভিতরে লরি!
Next articleমুখ্যমন্ত্রী পদে নিজেই নিজের নাম জানালেন বিহারের JDU-নেতার মেয়ে