দিল্লির হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার হলেন আপ নেতা তাহির হোসেনের ভাই শাহ আলম। আলম ছাড়াও সোমবার গ্রেফতার করা হয়েছে আরও ৭ জনকে৷ আইবির এক অফিসারকে খুনের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই আপ-নেতা তাহির হোসেনকে গ্রেফতার করেছে। আপের ওই নেতার বিরুদ্ধে খুন, হিংসায় প্ররোচনা-সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
