কংগ্রেস ছাড়লেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মধ্যপ্রদেশে সংকটে কং সরকার

জল্পনা শেষ। দলের মধ্যে চূড়ান্ত টানাপোড়েন শেষে মঙ্গলবার কংগ্রেস ছাড়লেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। গান্ধী পরিবারের উপর ক্ষোভ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে মতানৈক্যের জেরে কংগ্রেস সভানেত্রীর কাছে দল ছাড়ার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছেন তিনি। তার আগে দেখা করেন প্রধানমন্ত্রী মোদির সঙ্গে। সিন্ধিয়ার অনুগামী ১৭ জন বিধায়ক এখন বেঙ্গালুরুতে। তাঁরা সম্ভবত বিধানসভা থেকে পদত্যাগ করবেন। এদিকে বিজেপিও রাজ্যের কংগ্রেস সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় করছে। ফলে কমল নাথ সরকারের পতন এখন সময়ের অপেক্ষা।

Previous articleনিজেদের সামলালো সৌরাষ্ট্র
Next articleআজই ভারতসেরার শিরোপা মোহনবাগানের ঝুলিতে ভরতে চান কিবু