Thursday, August 21, 2025

জ্যোতি বসু স্মারক সম্মানে সম্মানিত প্রথম মহিলা বাসচালক, এক ক্যারাটে কিড

Date:

২০১০-এ বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুর পর তাঁর স্বাতন্ত্র্য ধরে রাখতে গঠিত হয় “জ্যোতি বসু মেমোরিয়াল ফাউন্ডেশন ইনস্টিটিউট”৷ প্রতিবছর এই সংস্থা সম্মানিত করে তাঁদের, যাঁরা মাথা নোয়াননি কখনও।

এবছরের নারী দিবসে এই সংস্থা ‘জ্যোতির্ময়ী ২০২০‘ সম্মান জানিয়েছে নিজের কর্মদক্ষতা ও প্রতিভায় উজ্জ্বল রাজ্যের দুই বিরল ব্যক্তিত্বকে৷ কলকাতার প্রথম মহিলা বাসচালক প্রতিমা পোদ্দার এবং ক্যারাটে কিড অন্বেষা নূর-এর হাতে এই সম্মান তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্ত৷

◾প্রতিমা পোদ্দার :
স্বামী ছিলেন পেশায় বাসচালক । অভাবের সংসার হলেও জুটে যেতো ভাত-কাপড়৷ হঠাৎ দুর্ঘটনায় পঙ্গু হয়ে পড়লেন স্বামী। তখন বাধ্য হয়ে সংসারের ভার তুলে নেন প্রতিমা। স্বামীর পেশা-ই নিজের করে নিলেন৷ কলকাতা পেলো প্রথম মহিলা বাস ড্রাইভার।

◾অন্বেষা নূর:
অনটন তো ছিলোই, সঙ্গে ছিলো মৃগী রোগ৷ এই দুয়ের বিরুদ্ধে লড়তে থাকা অন্বেষা নূর মাত্র ৬ বছর বয়স থেকে ক্যারাটেতে দক্ষ। আজ সে প্রতিবছর এক লক্ষ মেয়েকে আত্মরক্ষার পাঠ দেয় বিনা পারিশ্রমিকে ক্যারাটে শিখিয়ে৷

সংস্থার প্রতিষ্ঠাতা এবং জ্যোতি বসুর পুত্রবধূ রাখী বসু এবং বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার শর্বরী দত্তের উপস্থিতিতে সংস্থা এঁদের সম্মানিত করল স্মারক এবং ২৫ হাজার টাকা তুলে দিয়ে৷ রাখী বসু বলেছেন, এই দুই নারী আপন শক্তিতে শক্তিমান। তাই জ্যোতি বসুর নামাঙ্কিত এই সম্মান এদের হাতেই মানায়। আর দুই কৃতী বলেছেন, তাঁরা এই সম্মান পেয়ে গর্বিত। এই সম্মানের মর্যাদা রাখতে আজীবন চেষ্টা করবেন৷

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version