হোডিং সরাতে নারাজ যোগী সরকার যাচ্ছে সুপ্রিমকোর্টে?

হোডিং সরাতে নারাজ যোগী সরকার। হাইকোর্টের নির্দেশের বিরোধিতা করে এবার শীর্ষ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

দিন কয়েক আগেই সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদকারীদের ছবি দেওয়া একাধিক হোর্ডিং দেখা যায় লখনউ শহর জুড়ে। এই বিষয়ে দায়ের করা মামলার শুনানিতে সোমবার হোর্ডিংগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার হয়। উত্তরপ্রদেশ সরকারকে তীব্র ভর্ৎসনাও করে এলাহাবাদ হাইকোর্ট। তবে সেই আদেশ মানতে রাজি নয় যোগী সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হোলির পরেই সু্প্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্তই নিয়েছে তারা। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও ঘোষণা হয়নি।