Thursday, August 21, 2025

বাড়িতে মূর্তি বসিয়ে দেবদেবীর পুজো অনেকেই করেন। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীও দেবী রূপে পূজিত হন এই বাংলায়। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের সুদর্শন রায়। নিজের বাড়িতেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান রূপে পুজো করেন তিনি। ৭৮বছরের এই বৃদ্ধ নিজের বাড়িতেই লক্ষাধিক টাকা খরচ করে শ্বেত পাথরের মূর্তি গড়েছেন মুখ্যমন্ত্রীর। কাঁসর-ঘন্টা বাজিয়ে, শঙ্খধ্বনির মাধ্যমে রোজই ভগবানের ন্যায় সেই মূর্তিতে পুজো করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাত্র রাজনীতির সময় থেকেই তাঁর ভাবধারায় অনুপ্রাণিত ভূপতিনগরের সুদর্শন রায় । ছাত্র রাজনীতি, কেন্দ্রের মন্ত্রীর পথ পেরিয়ে আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। বিশ্বাস, শ্রদ্ধায় ক্রমেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভগবানের আসনে বসিয়েছেন সুদর্শন রায়। রোজ বাগানের ফুল দিয়ে ওই মূর্তিতে পুজো দেন তিনি। সকাল, দুপুর ও সন্ধ্যায় অন্যান্য গৃহদেবতার সঙ্গে সুদর্শন রায় নিজেই পুজো করেন মুখ্যমন্ত্রীকে। প্রতিবেশীরাও এই পুজো দেখতে ভিড় জমান তাঁর বাড়িতে।
তবে শুধু পুজো করাই নয়, একটি সুপ্ত বাসনাও রয়েছে তাঁর মনে। সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একবার দেখতে চান সুদর্শন রায়। পাড়ার অনেককেই সেকথা তিনি জানিয়েছেন। কীভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে তাঁর এই আবদার পৌঁছে দেওয়া যায় সে বিষয়ে খোঁজ-খবর শুরু করা হয়েছে।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version