Tuesday, August 26, 2025

চিনের পর করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে ইতালিতে। ইতিমধ্যে অন্তত ৮২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সাধারণ জন জীবন ছেড়ে করোনা ভাইরাস এবার থাবা বসিয়েছে ফুটবল মাঠেও। করোনায় আক্রান্ত হয়েছেন রোনাল্ডোর সতীর্থ ড্যানিয়েল রুগানি।
জুভেন্টাসের তরফে জানানো হয়েছে, দলের ডিফেন্ডার ড্যানিয়েল রুগানির শরীরে করোনা ভাইরাসের জীবাণু পাওয়া গিয়েছে। আপাতত তাঁকে এখন প্র্যাকটিসে আসতে বারণ করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে তাঁকে। দল সব পরিস্থিতিতে তাঁর সঙ্গে রয়েছে। দলের তরফ থেকে আরও জানানো হয়েছে, কয়েক দিন আগেও দলের সঙ্গে অনুশীলন করেছেন রুগানি। তাই তাঁর সংস্পর্শে আসা প্রত্যেকে ফুটবলার ও সাপোর্ট স্টাফকে পরীক্ষা করে দেখা হবে।
তাই মিলানের ফুটবলারদের শরীরও পরীক্ষা করে দেখা হবে বলে জানানো হয়েছে। এই অবস্থায় ইতালিয়ান সিরি এ-র বাকি ম্যাচগুলো স্থগিত করে রাখা হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। ১৮ মার্চ চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ফিরতি ম্যাচে তুরিনে জুভেন্টাসের মুখোমুখি হওয়ার কথা লিঁওর। সেই ম্যাচ হবে কিনা তা নিয়েও চিন্তার ভাঁজ পড়েছে উয়েফার। এই পরিস্থিতিকে সামাল দিতে সরকার গোটা ইতালিতে জরুরি অবস্থা জারি করেছে । শুধু খাবার হোটেল ও ওষুধের দোকান ছাড়া সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। তার মধ্যেই নতুন করে ফুটবল মাঠে থাবা বসিয়েছে এই করোনা ভাইরাস তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে ইতালিতে।

Related articles

পরকীয়ার পরিণতি,কর্নাটকে হোটেলে প্রেমিকার মুখে বোমা ভরে খুন!

কর্নাটকের মাইসুরুর কাছে একটি গ্রামে বিবাহিত মহিলার মুখে বিস্ফোরক পাউডার ভরে খুন করল প্রেমিক।অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে কর্নাটক...

নর্তকী থেকে প্রৌঢ়া, একদিনে তিন ‘মৃত্যু’ আনন্দপুরে

একইদিনে তিন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আনন্দপুর থানা এলাকায়। তিনটি দেহের পরস্পরের সঙ্গে সম্পর্ক নেই বলেই প্রাথমিকভাবে পুলিশের...

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...
Exit mobile version