করোনা আতঙ্ক: রাজ্যেও কি স্কুলে ছুটি? চিন্তাভাবনা করছে সরকার

দিল্লি, বিহার বা ছত্তিশগড়ের মতো এরাজ্যেও কি করোনা সংক্রমণ ঠেকাতে স্কুলগুলিতে ছুটি ঘোষণা করে দেওয়া হবে? চিন্তাভাবনা করে দেখছে সরকার। শুক্রবার, নবান্নে করানো পরিস্থিতিতে খেলা নিয়ে সিদ্ধান্ত নিতে রাজ্যের সব ক্রীড়া সংগঠনগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, করোনা সংক্রমণ রুখতে রাজ্যের স্কুলগুলি ছুটি দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখছে সরকার। এবিষয়ে অন্যান্য রাজ্য কী সিদ্ধান্ত নিচ্ছে, সে বিষয়েও নজর রাখা হচ্ছে। তিনি বলেন, “দেশের এই পরিস্থিতিতে আমরা সবাই একসঙ্গ চলব। এটা যুদ্ধকালীন পরিস্থিতি। আমিও ভাবছি শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা যায় কি না”। তবে, এখনও এবিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Previous articleহাওড়া টাউনে চা-চক্রে শুক্রবার জনসংযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ
Next articleডার্বি, ক্রিকেট বন্ধ; তাহলে ভোটও পিছিয়ে যাক