অবশেষে মুক্ত ফারুখ আবদুল্লা, এখনও বন্দি ওমর-মেহবুবা

দীর্ঘ টানাপোড়েন পরে অবশেষে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুখ আবদুল্লাকে মুক্তি দিল জম্মু-কাশ্মীর প্রশাসন। ৩৭০ ধারা বিলোপের পরে শান্তি বজায় রাখার অজুহাতে বন্দি করে রাখা হয় তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা, ওমর অবদুল্লা ও মেহবুবা মুফতিকে। ৫ অগাস্ট থেকে গৃহবন্দি তাঁরা। দু’দিন আগেই তিনজনের মুক্তির দাবি জানায় বিরোধীরা। অবশেষে ৭ মাস পরে মুক্তি পাচ্ছেন ফারুখ আবদুল্লা। এরপর বাকি দুজনকেও মুক্তি দেওয়া হবে বলে আশা বিরোধীদের।

আরও পড়ুন-করোনা সংক্রমণকে মহামারী ঘোষণা করল কেজরিওয়াল সরকার

Previous articleBIG BREAKING: অবশেষে ৭ মাস পরে মুক্তি পেলেন ফারুখ আবদুল্লা
Next articleকরোনা নিয়ে আজ থেকে ‘ডেইলি ব্রিফিং’ করবে কেন্দ্র