করোনা আতঙ্ক: একাধিক রাজ্যে বন্ধ স্কুল-কলেজ, অনুষ্ঠান

সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১। একাধিক রাজ্যে জারি করা হয়েছে সতর্কতা। করোনার জেরে পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিল দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল কেজরিওয়াল সরকার। রাজধানীর পাশাপাশি পর একই নির্দেশিকা জারি করল ছত্তিশগড়, হরিয়ানা এবং ওড়িশা। করোনার জেরে ৩১ মার্চ পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিল সংশ্লিষ্ট রাজ্যের সরকার ।সারা বিশ্ব তথা দেশ জুড়ে করোনার আক্রমণকে বিপর্যয় বলে ঘোষণা করেছে নবীন পট্টনায়ক সরকার। শহরাঞ্চলে পাবলিক লাইব্রেরি, জিম, সুইমিং পুল, ওয়াটার পার্ক, স্কুল-কলেজ ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশিকা জারি করেছে ছত্তিশগড় সরকার। একইসঙ্গে বন্ধ থাকবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি। অন্যদিকে ২২ মার্চ পর্যন্ত সব সরকারি অনুষ্ঠান বাতিল করেছে বিহার সরকার। আপাতত বিয়ের অনুষ্ঠান বাতিল করেছে মহারাষ্ট্র সরকার।

আরও পড়ুন-উহানে মার্কিন সেনারাও আনতে পারে করোনাভাইরাস, অভিযোগ চিনের

Previous articleএনআরসি, সিএএ-র প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল AIPWA
Next articleকরোনা আতঙ্কে মোদির ‘নমস্তে’ বিকল্পে অনুপ্রাণিত ট্রাম্প