উহানে মার্কিন সেনারাও আনতে পারে করোনাভাইরাস, অভিযোগ চিনের

ইতিমধ্যেই করোনার গায়ে লেগেছে চিনা ভাইরাসের তকমা। আর এতে বেজায় চটেছে চিন। অভিযোগ উড়িয়ে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান টুইটে বলেন, মার্কিন সেনারাও উহানে করোনাভাইরাস তাঁদের দেশে নিয়ে আসতে পারে। এমনকী এবিষয়ে আমেরিকার জবাবদিহিও চেয়েছে চিনের বিদেশমন্ত্রক। যদিও আমেরিকার তরফে এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। করোনাকে ‘উহান ভাইরাস’ নাম দেওয়ায় ক্ষুব্ধ চিনা বিদেশমন্ত্রক। একে ‘অপমানজনক’ আখ্যা দিয়ে নিন্দাও করা হয়েছে।
শুক্রবার, ঝাও লিজিয়ান জানান, আমেরিকায় প্রায় সাড়ে তিন কোটি লোক ফ্লু-তে আক্রান্ত। মৃত্যু হয়েছে ২০ হাজার মানুষের। আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের প্রধান রবার্ট রেডফিল্ড মার্কিন কংগ্রেসে জানান, মার্কিন নাগরিকদের ফ্লু-তে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করা হয়েছিল, পরে দেখা গিয়েছে তাঁদের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। দোষারোপ পাল্টা দোষারোপের পথে না হেঁটে ঝাওয়ের দাবি, আন্তর্জাতিক সঙ্কটের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিক আমেরিকা।

আরও পড়ুন-করোনা হানায় বাতিল হচ্ছে ম্যাচ, প্রবল ক্ষতির মুখে সব সংস্থাই

Previous articleরাজ্যসভায় তৃণমূল সমর্থিত প্রার্থী দীনেশ বাজাজ, ফের মিলিয়ে দিল ‘এখন বিশ্ববাংলা সংবাদ’
Next articleপিছিয়ে গেল আইপিএল