পিছিয়ে গেল আইপিএল

করোনা আতঙ্কে পিছিয়ে গেল আইপিএল। ২৯ মার্চ এর পরিবর্তে আইপিএল শুরু হতে পারে ১৫ এপ্রিল । করোনা ভাইরাস কাণ্ডে দ্রুত সিদ্ধান্ত নিল বিসিসিআই ।
কেন্দ্রীয় সরকারের বাধানিষেধকে মাথায় রেখেই শনিবারের আইপিএল গভর্নিং বডির বৈঠকের আগেই পিছিয়ে দেওয়া হল টুর্নামেন্টের দিন। ১৫ এপ্রিল অবধি কেন্দ্রীয় সরকারও ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে । ফলে টুর্নামেন্টে বিদেশি প্লেয়ার আসার কথাই ছিল না । এই পরিস্থিতিতে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়াটা অবশ্যম্ভাবী ছিল । এক মাসের মধ্যে করোনার প্রভাব স্তিমিত না হলে ১৫ এপ্রিল আইপিএল শুরু হওয়ার কোনও নিশ্চয়তা নেই ।

আরও পড়ুন-করোনা হানায় বাতিল হচ্ছে ম্যাচ, প্রবল ক্ষতির মুখে সব সংস্থাই

Previous articleউহানে মার্কিন সেনারাও আনতে পারে করোনাভাইরাস, অভিযোগ চিনের
Next articleকবে পুরভোট? দিন স্থির করতে সোমবার সর্বদল বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের