করোনা আতঙ্ক: বনগাঁয় রোগী পরিষেবায় নারাজ অ্যাম্বুল্যান্স চালক

জ্বর-কাশি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বৃদ্ধ। উপসর্গ দেখে সন্দেহ হওয়ায় তাঁকে স্থানান্তর করা হয় বেলেঘাটা আইডি-তে। কিন্তু স্থানান্তরের জন্য পাওয়া গেল না অ্যাম্বুল্যান্স। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণার বনগাঁ। জ্বর-কাশি নিয়ে শুক্রবার বিকেলে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হন গৌতম মুখোপাধ্যায় নামে ৭৪ বছরের বৃদ্ধ। তাঁর বাড়ি বনগাঁ মোস্তাফিপাড়ায়। বৃদ্ধের উপসর্গ দেখে সন্দেহ হাওয়ায় তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে রেফার করা হয়। কিন্তু করোনা আতঙ্কে জেরে কোনও অ্যাম্বুল্যান্স যেতে রাজি না হাওয়ায় তাঁকে স্থানান্তর করা সম্ভব হয়নি। গোটা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনিক কর্তাদের জানিয়েছে।

আরও পড়ুন-কোচবিহারের পুরপ্রধানকে কটাক্ষ করে প্রচার শুরু বিজেপির

Previous articleBIG BREAKING : সোমবার থেকে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান
Next articleকরোনা মোকাবিলায় মোদির পাশে পাকিস্তান