শোভনকে কটাক্ষ, দলের স্ট্যান্ডপয়েন্ট বদলাবে না জানালেন দিলীপ

রবিবার সকালে বেহালা সখেরবাজারে ১২৬ নং ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রচারে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ফের শোভন-বৈশাখী প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতি কিছুটা কটাক্ষের সুরে বলেন, শোভন চট্টোপাধ্যায় এক বছর ধরে ইন-অ্যাক্টিভ। ব্যক্তিগত জীবনে ইন-অ্যাক্টিভ, রাজনৈতিক জীবনেও ইন-অ্যাক্টিভ। তিনি এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্টিতে যোগ দিয়েছিলেন এত দূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে দলের নিয়ম সকলের জন্য একইরকম। কোনও ব্যক্তির জন্য দলের স্ট্যান্ড পয়েন্ট বদলায় না।

আরও পড়ুন-কোচবিহার থেকে হারিয়ে যাওয়া মাধ্যমিকের ইংরেজি খাতা মিলল