Tuesday, November 4, 2025

অর্থমন্ত্রী ধমকাচ্ছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে! ভাইরাল অডিও

Date:

উত্তর-পূর্ব রাজ্যের সমস্যা নিয়ে বৈঠক চলছিল। সেখানেই বেজায় চটে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তোপ দাগলেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমারকে। ইতিমধ্যে এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, “ইয়ে নেহি চলেগা। আপনাকেই দায়ী করছি এই ব্যর্থতার জন্য। স্টেট ব্যাঙ্ক বৃহত্তম ব্যাঙ্ক বলে কোনও লাভ নেই। ইউ আর এ হার্টলেস ব্যাঙ্ক।’’

দিনকয়েক আগে এই অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও অডিওর সত্যতা নিয়ে অর্থমন্ত্রক মুখ খোলেনি। আবার ক্লিপ জাল বলেও দাবি করেনি। অর্থমন্ত্রক সূত্রে খবর, গত মাসে অর্থমন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলির সমস্যা নিয়ে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্যান্য ব্যাঙ্কের কর্তা ও অর্থ মন্ত্রকের ব্যাঙ্ক বিভাগের কর্তারা। কেওয়াইসি সমস্যায় অসমের ২.৫ লক্ষ চা-বাগান কর্মীর অ্যাকাউন্ট বন্ধ গিয়েছে। তা নিয়ে চটে যান অর্থমন্ত্রী। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে তোপ দাগেন বৈঠকে। ওই অডিও ক্লিপে রজনীশ কুমারকে বারবার দুঃখ প্রকাশ করতেও শোনা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে, বৈঠকে হাজির কেউ অর্থমন্ত্রীর ধমক রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেন।

ব্যাঙ্ক অফিসারদের সর্বভারতীয় কনফেডারেশন শনিবার বিবৃতি দিয়ে অর্থমন্ত্রীর ‘আপমানজনক তিরস্কার’-এর নিন্দা করে। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়। সংগঠনের যুক্তি, ওই ঘটনার সত্যতা নিয়ে সংশয় রয়েছে। তাই বিবৃতি প্রত্যাহার করা হল।

আরও পড়ুন-করোনা আতঙ্কের জের ট্রেন যাত্রায়

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version