Sunday, August 24, 2025

অর্থমন্ত্রী ধমকাচ্ছেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে! ভাইরাল অডিও

Date:

উত্তর-পূর্ব রাজ্যের সমস্যা নিয়ে বৈঠক চলছিল। সেখানেই বেজায় চটে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তোপ দাগলেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমারকে। ইতিমধ্যে এই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। অর্থমন্ত্রী বলছেন, “ইয়ে নেহি চলেগা। আপনাকেই দায়ী করছি এই ব্যর্থতার জন্য। স্টেট ব্যাঙ্ক বৃহত্তম ব্যাঙ্ক বলে কোনও লাভ নেই। ইউ আর এ হার্টলেস ব্যাঙ্ক।’’

দিনকয়েক আগে এই অডিও ক্লিপ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যদিও অডিওর সত্যতা নিয়ে অর্থমন্ত্রক মুখ খোলেনি। আবার ক্লিপ জাল বলেও দাবি করেনি। অর্থমন্ত্রক সূত্রে খবর, গত মাসে অর্থমন্ত্রী উত্তর-পূর্বের রাজ্যগুলির সমস্যা নিয়ে বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্যান্য ব্যাঙ্কের কর্তা ও অর্থ মন্ত্রকের ব্যাঙ্ক বিভাগের কর্তারা। কেওয়াইসি সমস্যায় অসমের ২.৫ লক্ষ চা-বাগান কর্মীর অ্যাকাউন্ট বন্ধ গিয়েছে। তা নিয়ে চটে যান অর্থমন্ত্রী। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যানকে তোপ দাগেন বৈঠকে। ওই অডিও ক্লিপে রজনীশ কুমারকে বারবার দুঃখ প্রকাশ করতেও শোনা গিয়েছে। সন্দেহ করা হচ্ছে, বৈঠকে হাজির কেউ অর্থমন্ত্রীর ধমক রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেন।

ব্যাঙ্ক অফিসারদের সর্বভারতীয় কনফেডারেশন শনিবার বিবৃতি দিয়ে অর্থমন্ত্রীর ‘আপমানজনক তিরস্কার’-এর নিন্দা করে। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেয়। সংগঠনের যুক্তি, ওই ঘটনার সত্যতা নিয়ে সংশয় রয়েছে। তাই বিবৃতি প্রত্যাহার করা হল।

আরও পড়ুন-করোনা আতঙ্কের জের ট্রেন যাত্রায়

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version