Tuesday, November 4, 2025

তথ্য গোপন, করোনা আক্রান্ত মহিলার বিরুদ্ধে এফআইআর আগ্রায়

Date:

Share post:

এবার করোনা আক্রান্ত মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের হল আগ্রায়। অভিযোগ,করোনা ভাইরাস শরীরে জেনেও তা গোপন করে গিয়েছিলেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এক নবদম্পতি। সেখান থেকেই শরীরে জ্বর ও সর্দি,কাশি নিয়ে দেশে ফেরেন তাঁরা। বিমানবন্দরে করোনা পরীক্ষার পর স্বামী, স্ত্রী দুজনেরই ফলাফল পজিটিভ আসে। দুজনকেই আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই পরামর্শে কর্ণপাত না করে গত ৮ মার্চ বেঙ্গালুরে থেকে দিল্লিতে চলে আসেন ওই মহিলা। তাঁদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনও বিধিনিষেধ মানেন নি ২৫ বছর বয়সি ওই মহিলা। দিল্লিতে তাঁর বাপের বাড়ি। তাঁর স্বামী গুগলে কাজ করেন।
পুলিশ জানিয়েছে , প্রথমে বেঙ্গালুরু থেকে বিমানে করে দিল্লি পৌঁছন ওই মহিলা। পরে সেখান থেকে ট্রেনে করে আগ্রায় যান তিনি। কিন্তু বিষয়টি জানাজানি হতেই তাঁকে আগ্রার এসএন মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখে স্বাস্থ্য দফতর।
কিন্তু করোনার মতো মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও এভাবে তথ্য গোপন করে পালিয়ে আসার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১০৭-এ। মৃত্যু হয়েছে ২ জনের। কর্ণাটকে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তিনি কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছেন। দিল্লির জনকপুরিতে ৬৯ বছর বয়সি যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তাঁর ছেলে কিছুদিন আগেই ইতালি থেকে ফিরেছেন। বাংলায় এই মুহূর্তে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি ৬ জন।

spot_img

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...