Wednesday, November 5, 2025

এবার করোনা আক্রান্ত মহিলার বিরুদ্ধে এফআইআর দায়ের হল আগ্রায়। অভিযোগ,করোনা ভাইরাস শরীরে জেনেও তা গোপন করে গিয়েছিলেন ওই মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ইতালিতে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন এক নবদম্পতি। সেখান থেকেই শরীরে জ্বর ও সর্দি,কাশি নিয়ে দেশে ফেরেন তাঁরা। বিমানবন্দরে করোনা পরীক্ষার পর স্বামী, স্ত্রী দুজনেরই ফলাফল পজিটিভ আসে। দুজনকেই আলাদা রাখার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সেই পরামর্শে কর্ণপাত না করে গত ৮ মার্চ বেঙ্গালুরে থেকে দিল্লিতে চলে আসেন ওই মহিলা। তাঁদের কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু কোনও বিধিনিষেধ মানেন নি ২৫ বছর বয়সি ওই মহিলা। দিল্লিতে তাঁর বাপের বাড়ি। তাঁর স্বামী গুগলে কাজ করেন।
পুলিশ জানিয়েছে , প্রথমে বেঙ্গালুরু থেকে বিমানে করে দিল্লি পৌঁছন ওই মহিলা। পরে সেখান থেকে ট্রেনে করে আগ্রায় যান তিনি। কিন্তু বিষয়টি জানাজানি হতেই তাঁকে আগ্রার এসএন মেডিক্যাল কলেজে পর্যবেক্ষণে রাখে স্বাস্থ্য দফতর।
কিন্তু করোনার মতো মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার পরেও এভাবে তথ্য গোপন করে পালিয়ে আসার জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
প্রসঙ্গত, এই মুহূর্তে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১০৭-এ। মৃত্যু হয়েছে ২ জনের। কর্ণাটকে যে বৃদ্ধের মৃত্যু হয়েছে তিনি কিছুদিন আগেই সৌদি আরব থেকে ফিরেছেন। দিল্লির জনকপুরিতে ৬৯ বছর বয়সি যে বৃদ্ধার মৃত্যু হয়েছে তাঁর ছেলে কিছুদিন আগেই ইতালি থেকে ফিরেছেন। বাংলায় এই মুহূর্তে হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি ৬ জন।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version