নোটিশ দিয়ে বন্ধ ভিক্টোরিয়া, জাদুঘর

নোটিশ দিয়ে বন্ধ হল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং জাদুঘর। বন্ধ থাকবে ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত। তবে ভিক্টোরিয়া হল বন্ধ থাকলেও মাঠ খোলা থাকবে। এদিন ভিক্টোরিয়া বন্ধ থাকার কথা না জানতে পেরে অনেক পর্যটক এসেছেন। তাঁরা অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

ভিক্টোরিয়ার টিকিট সেলস ক্লার্ক উমেশ রায় জানিয়েছেন, ‘করোনার জেরে ভিক্টোরিয়া হলের ভিতরে ঢোকা বন্ধ। কিন্তু মাঠ খোলা থাবে।’

অসম থেকে আসা পর্যটক কল্যাণ দে জানান, “আগে থেকে জানতে পারলে আসতাম না। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমাদের কোন অসন্তোষ নেই।”

অন্যদিকের কলকাতার জাদুঘরের ছবিটাও ছিল একইরকম। সেখানেও পর্যটকরা আসেন। তবে জাদুঘর বন্ধ থাকায় চলে গিয়েছেন তাঁরাও। পর্যটকরা প্রত্যেকেই জানিয়েছেন, তাঁদের ভালোর জন্যই জাদুঘর বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ রাখা হয়েছে।অন্যদিকের কলকাতার জাদুঘরের ছবিটাও ছিল একইরকম। সেখানেও পর্যটকরা আসেন। তবে জাদুঘর বন্ধ থাকায় চলে গিয়েছেন তাঁরাও। পর্যটকরা প্রত্যেকেই জানিয়েছেন, তাঁদের ভালোর জন্যই জাদুঘর বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বন্ধ রাখা হয়েছে।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-মোদি-মমতা-বুদ্ধকে গালমন্দ রোদ্দুর রায়ের

Previous articleমোদি-মমতা-বুদ্ধকে গালমন্দ রোদ্দুর রায়ের
Next articleকরোনার জেরে মুম্বইয়ে জারি ১৪৪ ধারা