বিশ্বের সবথেকে বুদ্ধিমান মানুষ কে জানেন?  

বিশ্বের সবথেকে বুদ্ধিমান মানুষ কে? দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে জন্ম গ্রহণ করা টেরেন্স টাও হলো বর্তমান বিশ্বের সবথেকে বুদ্ধিমান মানুষ।  এমনটাই দাবি করছে এক ওয়েবসাইট।

বিশ্বের দশ বুদ্ধিমান মানুষের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছেন আন্তর্জাতিক পদার্থবিদ্যা অলিম্পিয়াড সোনা পদকজয়ী ক্রিস্টোফার হিরাটা। এই তালিকায় আছেন দক্ষিণ কোরিয়ার কিম উং-ইংও। তবে প্রথম তিনের মধ্যে টেরেন্স টাও তাঁদের থেকে অনেক এগিয়ে।

কী কী আছে গণিতজ্ঞ টেরেন্সের অ্যাওয়ার্ডের ঝুলিতে?

২০০০- সালিম প্রাইজ

২০০২- বোচার মেমোরিয়াল প্রাইজ

২০০৩- ক্লে রিসার্চ প্রাইজ
২০০৫- লেভিল প্রাইজ

২০০৫- অস্ট্রেলিয়ান ম্যাথামেটিক্স সোসাইটি মেডেল

২০০৬- ম্যাকার্থুর ফেলোশিপ

২০০৬- শাস্ত্র রামানুজন প্রাইজ
২০০৮- অল্যান্ট ওয়াটার ম্যান অ্যাওয়ার্ড
২০১০- জর্জ পোল ইয়া প্রাইজ
২০১০- কিং ফাইসাল ইন্টারন্যাশানাল অ্যাওয়ার্ড

২০১০- নিমার্জ প্রাইজ ইন ম্যাথামেটিকস
২০১২- কারফোর্ড প্রাইজ ইন ম্যাথামেটিকস

২০১৪- ব্রেক থ্রু প্রাইজ ইন ম্যাথামেটিকস

আরও পড়ুন-কোন পথে চিনের সাফল্য?

 

Previous articleভোট পিছনোর প্রস্তাব দেবে তৃণমূল?
Next articleরাজ্যসভা ভোটের আগে গুজরাটের চার কং বিধায়কের পদত্যাগ ঘিরে জল্পনা