করোনাভাইরাস এড়াতে রাজ্যে কী কী বন্ধ?

রাজ্যে এখনও একজনের শরীরেও করোনাভাইরাস মেলেনি। তবে, তাতে আত্মসন্তুষ্টিতে ভোগার কোনও কারণ নেই। নবান্নে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই রোগের যেহেতু কোনও ওষুধ আবিষ্কার হয়নি। তাই প্রতিরোধই একমাত্র পথ বলে জানান মুখ্যমন্ত্রী। সেই কারণে ভিড় ও জমায়েত এড়াতে রাজ্যের তরফে বিভিন্ন নির্দেশ জারি করা হয়েছে।

যা যা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে:

• রাজ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান এবং আইসিডিএস কেন্দ্র ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ
• বন্ধ আলিপুর চিড়িয়াখানা সহ রাজ্যে সব চিড়িয়াখানা, সাফারি পার্ক
• ৩১ মার্চ পর্যন্ত সিনেমা হল, অডিটোরিয়াম, সুইমিং পুল, রিয়েলিটি শো-র শুটিং, স্টেডিয়াম বন্ধের আবেদন
• বন্ধ না হলেও নজরে শপিং মল, চা-বাগান

এছাড়াও আর যা যা নির্দেশ
• বেসরকারি হাসপাতালগুলিকে করোনাভাইরাস আক্রান্ত রোগীকে না ফেরানোর আর্জি
• ট্রেন-বাসের সংখ্যা বাড়িয়ে ভিড় কমানোর পরামর্শ

Previous articleসব ধর্মীয় স্থানেই জমায়েত এড়ানোর অনুরোধ মুখ্যমন্ত্রীর
Next articleমৌসম-মনোনয়ন বাতিল হলে নির্বাচিত হয়ে যাবেন দীনেশ বাজাজ