গোবর-গোমূত্র নিয়ে ‘উল্টো’ অবস্থানে বিজেপি’র অনুপম হাজরা

গোবর-গোমূত্র নিয়ে নিজের দলের একাংশের ‘দৃঢ় বিশ্বাস’-এর পুরোপুরি উল্টো অবস্থান নিলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখানো প্রাক্তন সাংসদ অনুপম হাজরা।

ফেসবুকে তিনি লিখেছেন, “আপনার জীবন-মরণের প্রশ্ন!!! করোনা-ভাইরাস থেকে মুক্তি পেতে কুসংস্কারে নয়, বিজ্ঞানে ভরসা রাখুন!!! গোমূত্র নয়… সব সময় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন।”

দলের এক নেতার এ ধরনের পোস্ট নিয়ে বিজেপি নেতৃত্বের বক্তব্য অবশ্য জানা যায়নি।

ওদিকে, জোড়াসাঁকো এলাকায় কিছু বিজেপি সমর্থক সোমবার গোরুকে মাতৃজ্ঞানে পুজো করার পর গো-মূত্র-কেই চরণামৃত হিসাবে বিলি করে। এই ঘটনায় বিজেপির মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে বলে খবর।

আরও পড়ুন-করোনা: হোম কোয়ারেন্টাইনে যাওয়ার আগে হাতে কালির ছাপ লাগিয়ে চিহ্নিত করার প্রক্রিয়া মহারাষ্ট্রে

Previous articleকরোনা: হোম কোয়ারেন্টাইনে যাওয়ার আগে হাতে কালির ছাপ লাগিয়ে চিহ্নিত করার প্রক্রিয়া মহারাষ্ট্রে
Next articleমধ্যপ্রদেশ: কমল নাথকে সুপ্রিম কোর্টের নোটিস, কাল শুনানি