করোনা আতঙ্ক: দক্ষিণেশ্বরে ভবতারিণীর দর্শনেও বিধি-নিষেধ

করোনা আতঙ্কে এবার মা ভবতারিণী দর্শনেও বিধি-নিষেধ। সংক্রমণ রুখতে দক্ষিণেশ্বরের মূল মন্দিরে দর্শনার্থীদের প্রবেশের ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ জারি করা হল। পুজোর সময়ও কিছুটা কমানো হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে । কিছুদিন পরিস্থিতির উপর নজর রেখে সিদ্ধান্ত বদল করা হবে।

সোমবারই নবান্নে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধর্মীয় স্থানে সরকারের তরফে কোনও নিষেধাজ্ঞা জারি করা না হলেও, তাদের কাছে আবেদন করা হচ্ছে জমায়েত বা ভিড় এড়াতে তারা যেন ব্যবস্থা গ্রহণ করেন। আগেই বেলুড় মঠ-সহ কয়েকটি ধর্মীয় স্থানে এই বিষয়ে পদক্ষেপ করা হয়েছে। এবার সেই পথেই হাঁটল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ।