BREAKING: মনোনয়ন বাতিল দীনেশ বাজাজের, রাজ্যসভায় যাচ্ছেন মৌসম

যেটা মনে করা হচ্ছিল, সেরকমই হল। রাজ্যসভার পঞ্চম আসনে তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়নপত্র খারিজ হয়ে গেল। মনোনয়নপত্র ত্রুটি থাকাতেই তা খারিজ করে দেওয়া হয়।কোনও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর সহ মনোনয়ন পত্র দাখিল করাই নিয়ম। ফলে পঞ্চম আসনে বাম-কংগ্রেস জোট প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য-এর রাজ্যসভায় যাওয়া নিশ্চিত হয়ে গেল।

অন্যদিকে, তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নূরের মনোনয়ন নিয়ে বাম-কংগ্রেসের অভিযোগ থাকলেও, তা কিন্তু শেষ পর্যন্ত বৈধ বলেই ঘোষিত হল। সুতরাং, এবার পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ৫জনই রাজ্যসভায় যাচ্ছেন।

চারটি আসনে সরাসরি তৃণমূল প্রার্থীরা রাজ্যসভায় যাচ্ছেন। যার মধ্যে আছেন মৌসম বেনজির নূরও। আর পঞ্চম আসন থেকে সরাসরি রাজ্যসভায় যাচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র বাম-কংগ্রেস সমর্থিত প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলে আগামী ২৬ মার্চ রাজ্য বিধানসভায় রাজ্যসভার কোনও ভোট অনুষ্ঠিত হচ্ছে না।

 

Previous article৩০ মার্চ পর্যন্ত বন্ধ শুটিং, জানিয়েছেন মন্ত্রী অরূপ বিশ্বাস
Next articleকরোনা সচেতনতায় লিফলেট বিলি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর