Tuesday, August 26, 2025

কেন্দ্রের চালু করা অসমের ‘ডিটেনশন ক্যাম্প’-এ গত এক বছরে ১০ জনের মৃত্যু হয়েছে৷ এ কথা মঙ্গলবার সংসদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। ‘বিদেশি’ হিসাবে চিহ্নিত করার পর তাঁদের ‘ডিটেনশন ক্যাম্প’-এ রাখা হয়েছিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষান রেড্ডি সংসদে জানান, অসমের সব মিলিয়ে ৬টি ডিটেনশন ক্যাম্পে ৩,৩৩১ জনকে রাখা হয়েছে। আরও ৩ হাজার জনকে রাখার মতো শিবির তৈরির কাজ চলছে। তিনি বলেন, “গত এক বছরে শিবিরে থাকা ১০ জনের মৃত্যু হয়েছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। বিদেশি হিসাবে চিহ্নিত ওই ১০ জনের মৃত্যু হয়েছে গত ১ মার্চ, ২০১৯ থেকে ২৯ ফেব্রুয়ারি, ২০২০-এর মধ্যে”।
আইন অনুসারেই বিদেশি বা দোষী সাব্যস্ত বিদেশিদের ডিটেনশন সেন্টারে রাখা হয়। অসমে যে ৬ টি ডিটেনশন সেন্টার রয়েছে সেগুলির সম্মিলিত ধারণক্ষমতা ৩,৩৩১ জন। ডিটেনশন সেন্টারগুলি রয়েছে, তেজপুর (ধারণক্ষমতা- ৭৯৭ জন),
শিলচর (৪৭৯),
ডিব্রুগড় (৬৮০ জন), জোড়হাট (৬৭০), কোকরাঝাড় (৩৩৫) এবং গোয়ালপাড়ায় (৩৭০ জন)।
একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছেন, অসমে NRC-র কোনো আটক-শিবির নেই। জাতীয় মানবাধিকার কমিশন বা National Human Rights Commission-এর সদস্যরা ওই শিবিরগুলিতে পরিদর্শন করেছেন। সেখানে আটক ব্যক্তিদের সঙ্গে কথাও বলেছেন NHRC-র প্রতিনিধিরা।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version