করোনা আতঙ্ক: নবদ্বীপ-মায়াপুরে বাতিল দোল পরিক্রমা

করোনা সতর্কতায় নবদ্বীপ-মায়াপুরে বাতিল করা হল দশম দোল পরিক্রমা। জনসংযোগ এড়াতে প্রসাদের আয়োজন করা হবে না বলে জানানো হয়েছে। মন্দিরের সেবাইত প্রদীপকুমার গোস্বামী বলেন, ‘‘আগামী বৃহস্পতিবার গৌরাঙ্গ মহাপ্রভুর দশম দোলের পরিক্রমার হওয়ার কথা ছিল। গৌরাঙ্গ মহাপ্রভুর সহধর্মিনী বিষ্ণুপ্রিয়া দেবীর বংশধররা দোল পরিক্রমা এবং ভক্তদের জন্য প্রসাদের আয়োজন বাতিল করে দিয়েছেন। বাকি সব ধর্মীয় সব অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।’’ জনসংযোগ এড়াতেই এই পদক্ষেপ বলে জানান তিনি। রাজ্যে করোনা আক্রান্ত ধরা পড়ার সব তৎপরতা শুরু হয়েছে সব মহলে। এদিকে দোল উপলক্ষ্যে পনেরো দিন ধরে উৎসব চলছে নবদ্বীপ-মায়াপুরে। অন্য বছরের তুলনায় কম হলেও এখনও বেশ কিছু বিদেশি পর্যটক রয়েছেন মায়াপুরে।

আরও পড়ুন-আমলা-পুত্রের কীর্তি, ক্ষোভ ঢেকে রাখলেন না মুখ্যমন্ত্রী

Previous articleআমলা-পুত্রের কীর্তি, ক্ষোভ ঢেকে রাখলেন না মুখ্যমন্ত্রী
Next articleবিদেশে করোনায় আক্রান্ত ২৭৬ জন ভারতীয়, বিশ্বে মৃতের সংখ্যা ছাড়াল ৮ হাজার