আমলা-পুত্রের কীর্তি, ক্ষোভ ঢেকে রাখলেন না মুখ্যমন্ত্রী

নবান্নের আমলা-পুত্রর দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বুধবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে মুখ্যমন্ত্রী বললেন, ভিআইপি বা এলআইপি বলে আমি পরীক্ষা করাব না, এসব চলবে না। ইনফ্লুয়েন্সিয়াল বলে ছাড়! এসব হয় নাকি! এই যে লন্ডন থেকে আসার পর বলা সত্ত্বেও হাসপাতালে যায়নি। কেন? এখন সে ২৪ ঘন্টা ধরে নানাজনের সঙ্গে মিশল, কথা বলল, তার পরিণতির কথা ভাববে না! তাই সকলকে বলছি, বাইরে থেকে এলে পরীক্ষা করে বাড়িতে থাকুন। এই দুটি সপ্তাহ খুব ভাইটাল। অনেক ক্ষেত্রে বোঝা যাচ্ছে না। পরে ধরা পড়ছে। তাই আরও সাবধানে থাকতে হবে।

Previous articleকরোনা সংক্রমণে ভারত এখন ‘স্টেজ টু’-তে, এর অর্থ কী?
Next articleপাকিস্তানে বাড়ছে করোনা সংক্রমণ